চারজন স্থায়ী জামিন পেয়েছেন শ্রম আইন লঙ্ঘনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ । এছাড়া ছয় মাসের সাজার বিরুদ্ধে ড. ইউনূসের আপিল আবেদন গ্রহণ করেছেন আদালত।
রোববার (২৮ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ছয় মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে ২৫ যুক্তিতে আপিল আবেদন করেন ড. ইউনূসসহ চারজন। পরে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনূসসহ চারজনকে স্থায়ী জামিন দেন। এছাড়া ছয় মাসের সাজার বিরুদ্ধে ড. ইউনূসের আপিল আবেদন গ্রহণ করেন।
ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় ড. ইউনূসের। তবে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান ইউনূসসহ চারজন। যার সময়সীমা শেষ হবে ৩১ জানুয়ারি। সেজন্য রায় হাতে পাওয়ার পর নিয়ম অনুযায়ী আপিল আবেদনের প্রস্তুতি নেন ড. ইউনূস।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের সাজা বাতিল চেয়ে আজ আপিল করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। একইসঙ্গে ২৫ যুক্তিতে দণ্ড থেকে খালাস চাওয়া হয়।