গাজায় গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে এবং ছিটমহলে মানবিক সাহায্যের অনুমতি দিতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরাইলকে নির্দেশ দিয়েছে ।

শুক্রবার হেগের আইসিজে ইসরাইলকে গণহত্যা চালানোর অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার মামলায় অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে।

এখন প্রশ্ন উঠেছে জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালতের রায় মানবে কি ইসরাইল?

আল-জাজিরা অন্বেষণ করেছে যে- এই রায় কিভাবে গাজায় ইসরাইলের যুদ্ধকে প্রভাবিত করতে পারে এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার আদালতের রায়ে মনোযোগ দেবে কিনা।

এ রায়ের পর বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ‘আন্তর্জাতিক আইন মেনে নিজেদের এবং নিজেদের নাগরিকদের রক্ষা করতে থাকবে’।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত’ এবং ‘সমস্ত বন্দী ফিরে না আসা পর্যন্ত’ ইসরাইল এই হামলা চালিয়ে যাবে।

এদিকে আইসিজের রায়ে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইসরাইলকে অবশ্যই সব ব্যবস্থা নিতে হবে বলে বলা হয়েছে। তবে আইসিজে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে দক্ষিণ আফ্রিকার অনুরোধের সাথে একমত হননি।

অর্থাৎ গণহত্যা সংগঠিত হয়নি এমন হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারবে ইসরাইল এবং আপাতত যুদ্ধবিরতির বিষয়েও তাদের ওপরে কোনো চাপ থাকছে না। সূত্র : আল-জাজিরা

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031