১৩ সেপ্টেম্বর  বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে শুক্রবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৩ সেপ্টেম্বর ।

শুক্রবার সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন। সভায় ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন না।

সভায় ধর্মসচিব মো. আব্দুল জলিল, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আলফাজ হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজ উদ্দিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. সাখাওয়াত হোসেন, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে  সংসদীয় কমিটির সভাপতি বলেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এবার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকে। সে হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দেশে ঈদুল আজহা পালিত হবে।

প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর আমাদের দেশে ঈদ পালিত হয়ে থাকে। সে হিসেবে আগেই ধারণা করা হচ্ছিল এবার আমাদের ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর পালিত হবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031