মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কারাগারে আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সোমবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সকালে বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

এ সময় সরকারের পদত্যাগ, অবৈধ ডামি নির্বাচন বাতিল ও অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।

মিছিলে আরও অংশ নেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আকরামুল হাসান মিন্টু, রবিউল ইসলাম রবি, তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. সালাউদ্দিন মোল্লা, ডা. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল হালিম খোকন, এজমল হোসেন পাইলট, আশরাফ বাবু, তারেক উজ জামান তারেক, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মহসিন মোল্লাহ্, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।

আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ সম্পাদক এম আর গণি (মোস্তফা), কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-পাঠাগার সম্পাদক ফারজানা ইয়াসমিন লিপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আরিফুল হক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, এইচ এম আবু জাফর, আতাউর রহমান খান, আশিকুর রহমান, শাহজাহান শাওন, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, নাসরিন রহমান পপি, রুহুল আমিন, দুলাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, মো. সাদেক মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সদস্য আনিচুর রহমান খান, শারমিন সুলতানা রুমা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, পটুয়াখালি জেলা যুবদলের স্বাস্থ্য সম্পাদক ডা. ওমর ফারুক মসিহ্, বাগেরহাট জেলা বিএনপি নেত্রী ফারহানা জাহান নিপা, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য এ. এস. এম জাহিদ সাগর।

আরও ছিলেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম সিকদার রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা জাকির হোসেন, কোয়েল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবুদ্দিন ইমন, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আবায়ক ওমর ফারুক পাটোয়ারী, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সভাপতি সায়রা চন্দ্রা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সম্পাদক জিল্লুর রহমান কাজল, মাজেদুল ইসলাম মাসুম, নাজমুল হাই রায়হান, মেহেদী হাসান, ওমর ফারুক প্রমুখ অংশ নেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031