হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৩ জানুয়ারি) ঢাকায় শিক্ষামন্ত্রীর বাসভবনে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ভাইস—চ্যান্সেলর। এসময় ভাইস—চ্যান্সেলর শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরীর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, শিক্ষা পরিবারে তারুণ্যদ্বীপ্ত একজন মন্ত্রী পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করছি তার যোগ্য ও দক্ষ নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক রূপান্তর ঘটবে।