চট্টগ্রাম : জেলার পটিয়ায় মাতাল বড় ভাইয়ের মারধরের হাত থেকে ভাবীকে বাঁচাতে গিয়ে সেই ভাই লিয়াকত আলী (৩৪) এর হাতে নির্মম হত্যাকা-ের শিকার হয়েছে ছোট ভাই আজগর আলী(২৭)।
শুক্রবার ভোরে উপজেলার হাইদগাঁও এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফায়েত উল্লাহ।হতাহতরা ওই এলাকার দুলু মিয়ার ছেলে।
ওসি আরো জানান, ঘাতক লিয়াকত একজন নেশাগ্রস্থ ব্যক্তি।সে নেশা করে শুক্রবার ভোরে বাড়িতে ফিরে কোন একটি বিষয় নিয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে।এসময় ছোট ভাই আজগর বাঁধা দিতে গেলে মাতাল লিয়াকত ক্ষিপ্ত হয়ে ছুরি নিয়ে তার পেটে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ঘটনার পর থেকে আসামি লিয়াকত পলাতক আছে বলেও জানান ওসি।