ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে গাজীপুরের টঙ্গীতে ।
বুধবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মৃধা বরিশাল জেলার বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। সে টঙ্গী এলাকায় মাকস্ট্রিজ নামের একটি কারখানায় কাজ করতো।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেন এলাবাসীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে নয়ন মৃধা বরিশাল থেকে কর্মস্থল টঙ্গীর উদ্দেশ্যে বাস যোগে রওনা হন। বুধবার সকালে নয়ন মৃধা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামলে কিছু ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায় ছিনতাইকারীরা তাকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।