ইট দিয়ে মাথা থেতলে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া এলাকায় । মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোনাবাড়ি থানা পুলিশ।
পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি।
তার বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে লাল—সাদা রঙের ছাপা জামা ও নীল রঙের জ্যাকেট এবং হলুদ রঙের ট্রাউজার ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া এলাকায় বোর্ড মিলের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইট দিয়ে মাথা থেতলে ওই নারীকে হত্যার পরে মরদেহ ওই স্থানে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এটি হত্যার ঘটনা। কীভাবে ঘটনাটি ঘটেছে, কারা ঘটিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। নিহত ওই নারীর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।