স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় হাজার ১৭১ ভোটে পরাজিত করে ট্রাক প্রতীক নিয়ে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন । রবিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন জেলার রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার। ঘোষিত ফল অনুযায়ী মোট ১৯৩টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। আর নৌকা প্রতীকের মমতাজ বেগম পান ৮২, হাজার ১৩৮ ভোট। ভোট পড়েছে শতকরা ৪৪.৩২ শতাংশ ।
সিঙ্গাইর-হরিরামপুর উপজেলা ও সদরের তিনটি ইউপি নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। আসনটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৪ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ১১৩ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিঙ্গাইর উপজেলায় ১০১ টি কেন্দ্রে মমতাজ বেগম পেয়েছেন ৩৯,৭৮৪ ভোট আর ট্রাক প্রতীকের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ ৬০,৫৩৮ ভোট পেয়েছেন।হরিরামপুর উপজেলার ৬৫ কেন্দ্রে নৌকা প্রতীকে মমতাজ বেগম ৩০,৮৬৮ ভোট আর ট্রাক প্রতীকের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ ১৯,০১৫ ভোট পান। সদর উপজেলার হাটিপাড়া, পুটাইল ও ভাড়ারিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম ১১৪৮৬ ভোট আর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ৮৭৫৬ ভোট পেয়েছেন।
মোট ১৯৩টি ভোটকেন্দ্রে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীক নিয়ে মমজ বেগম পান ৮২, হাজার ১৩৮ ভোট।
এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, আওয়ামী লীগের মমতাজ বেগম, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু, দেওয়ান সফিউল আরেফিন টুটুল, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আহম্মেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম এ নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান, বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফেরদৌস আহম্মেদ ও বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন।