আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের কারণে দেশের প্রধান সমুদ্র বন্দর ও উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে ।
বৃহস্পতিবার সকালে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাষ কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিযেছেন, বঙ্গোপসাগরে অবস্থিত লঘূচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এতে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরো জানান, বঙ্গোপসাগরে অবস্থিত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপক’লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের অনেক এলাকায় ভারী বর্ষণ হতে পারে, বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত গত ২৪ঘন্টায় চট্টগ্রামে ১০০.০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, উল্লেখ করেন তিনি।