ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেছেন ময়মনসিংহ-১০ আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী , এই নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জনগণের নৌকা।উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।তাই কোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য নৌকার সুনিশ্চিত বিজয় ঠেকাতে পারবে না। উন্নত , সমৃদ্ধ ও আধুনিক গফরগাঁও গড়তে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
রবিবার বিকালে রাওনা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার পথসভায় এসব কথা বলেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি ।
টানা দুইবারের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, । গফরগাঁও উপজেলার প্রত্যেকটি পাড়া-মহল্লায় ও গ্রামে নৌকা মার্কার জোয়ার বইছে।নির্বাচনে যদি সাধারণ জনগণ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে গত দুই বারের মতো এবারও নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা।নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে বসে আছে।তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। যারা দেশ ও দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে।
তিনি বলেন ,রাওনা ইউনিয়নের সাথে আমাদের আত্নার সর্ম্পক রয়েছে ।