পুলিশ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কেবি আমান আলী সড়কের বড় মিয়া মসজিদ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম(এবিটি) ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ।
অটিককৃত এবিটির দুই সদস্য হলেন, সাতকানিয়া থানার মির্জাখীল জানার পাড়ার আহমদ কবিরের ছেলে মো. নিজাম উদ্দিন (২৫) এবং বাঁশখালী থানার বৈলগাঁও ইউনিয়নের মৃত জামাল উদ্দিনের ছেলে মো.রোকন উদ্দিন(২৪)।
বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিএমপি ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দুইজনের বিষয়ে বিস্তারিত বলেন নগর গোয়েন্দা বিভাগের উপ-কমশিনার পরিতোষ ঘোষ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,৩০ আগস্ট মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি জঙ্গি বিরোধী বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার কেবি আমান আলী রোডের বড়মিয়া মসজিদ এলাকার একটি বাসার ২য় তলার ৪নং কক্ষে অভিযান চালিয়ে এবিটির (আনসারউল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য মো. নিজাম উদ্দিন ও মো. রোকন উদ্দিনকে ২টি মোবাইল সেট ও ১৩টি উগ্রবাদী জিহাদী বইসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন,তাদের অন্যান্য সহযোগীদের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে বর্ণিত আসামীরা এবিটির (আনসারউল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য এবং পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকান্ডকে বেগবান করতে বাকলিয়ায় গোপনে অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।
উল্লেখ্য ধর্মন্তরিত জঙ্গি মুসহাব ইবনে উমায়ের (সাবেক পিকলু দাশ) তাদেরকে জঙ্গি কর্মকান্ডে প্রলুব্ধ করে আনসারউল্লাহ বাংলা টিমে অন্তর্ভূক্ত করেছে এবং তারা একাধিকবার উমায়ের এর সাথে গোপন বৈঠক করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে রোববার (২৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বড় মিয়ার মসজিদ এলাকার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে থাকা পাঁচ-ছয়জন ব্যক্তি নিজামকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার ছোট ভাই আব্বাস উদ্দীন।
এ বিষয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনপ্রয়োগকারী সংস্থা ও আইনি সহায়তাদানকারী সংস্থাগুলোর কাছে ভাইকে ফিরিয়ে দেওয়ার আকুতিও জানান আব্বাস উদ্দিন।