লরির পেছনে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপ ধাক্কা দেয় সীতাকুণ্ডে । এতে পিকআপ চালকের সহকারী মোহাম্মদ সাকিব হোসেন (২৪) নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ রহমতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ সাকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মাঝিরগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হালিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি পিকআপ ভ্যান মহাসড়কের দক্ষিণ রহমতনগর এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে যাওয়া একটি লরির পেছনে ধাক্কা দেয়।
এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী সাকিবের মৃত্যু হয়।
ওসি বলেন, মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আজ রোববার সকালে নিহত যুবকের মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।