চট্টগ্রাম–১ মীরসরাই আসনে জমে উঠেছে ভোট উৎসব আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও দীর্ঘদিন পরে ভোট কেমন হবে, জয়ের মালা কে পরবেন, কোনো গোলযোগ হবে কিনা – এমন নানা প্রশ্নেও ভোটের মাঠে প্রচারণা চলছে হরদম। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সাবেক মন্ত্রী প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল দলের নৌকা প্রতীক পেয়েছেন। ভোটের দিন যতোই ঘনিয়ে আসছে তার পক্ষে অনেক নিষ্ক্রিয় ও ত্যাগী নেতাকে মাঠে নামতে দেখা গেছে।

তাঁর মা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহধর্মিণী আয়েশা মোশাররফ, অপর দুই ভাই, দুই ভাইয়ের বউ সহ পরিবারের অন্যদের সাথে স্বজনরাও মাঠে নেমেছেন। এছাড়া উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ অনেক প্রবীণ নেতাও প্রতিদিন সকাল থেকে রাত অবধি যাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের দ্বারে দ্বারে। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পাবার পর জেগে উঠেছেন ভোটযুদ্ধের লড়াইয়ে। দীর্ঘদিন ধরে তাঁর সমর্থিত অগণিত নেতাকর্মী আবার সরব উঠেছেন পথেপ্রান্তরে হাটে বাজারে। এই দুই শক্তিশালী প্রার্থীই তাঁদের নির্বাচনী ইশতেহারে ‘স্মার্ট বাংলাদেশের মডেল হবে মীরসরাই’ শিরোনামে ২২ দফা ও ২৭ দফা ইশতেহার ঘোষণা করেছেন। দুজনের ইশতেহারে অধিকাংশই মিল দেখা গেছে। তবে গিয়াস উদ্দিনের পক্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্ব নেয়ায় অতিরিক্ত শক্তি যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে। এছাড়া গিয়াস পত্নী তাহমিনা গিয়াস সহ অনেক স্বজনকে মাঠে সরব দেখা যাচ্ছে।

উল্লেখ্য, আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখিত দুই প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীগণ যথাক্রমে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল মন্নান (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. নুরুল করিম আফছার (একতারা), বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাত পাঞ্জা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট–বিএনএফের মো. ইউসুফ (টেলিভিশন), ও জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী (লাঙ্গল)। তবে নৌকা ও ঈগল ছাড়া অন্যরা ভোটারদের কাছে অনেকটাই আমলের বাইরে। সংসদ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বলে জানালেন সাধারণ ভোটাররা। তাদের ভাবনায় একটাই রসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৫৪ বছরের বর্ণাঢ্য রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখবেন তাঁর ছেলে রুহেল নাকি তা মোশাররফ পরিবারের হাত ছাড়া হবে। এ প্রশ্নের উত্তর খুঁজতেই অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারি পর্যন্ত। ভোটের মাঠে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিচক্ষণ ও বিজ্ঞ খেলোয়াড় তাই শেষ গেম কিভাবে খেলেন সেদিকে ও নজর পর্যবেক্ষক সহ সকলের।

মীরসরাইয়ে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, সিইসির নির্দেশনা মোতাবেক উৎসবমুখর ভোটের দৃষ্টান্তের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে মীরসরাই থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমরা প্রতিটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ও শংকাযুক্ত ধরেই কঠোর পদেক্ষেপ নিচ্ছি। এরমধ্যেও অনেকগুলো কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ শনাক্ত করেছি। গোপনীয়তার স্বার্থে তা এখনো প্রকাশ করছি না। জানা গেছে, ইসিতে ২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে প্রস্তাবনা গিয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031