এক কর্মী সমাবেশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের ঈগল মার্কার সমর্থনে ।
সমাবেশে সময়ের অভাবে এবং বিরূপ পরিস্থিতিতে সশরীরে ভোটারদের কাছে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন এই সংসদ সদস্য প্রার্থী। এ সময় তিনি ভোটারদের কাছে তাঁর পক্ষ থেকে ক্ষমা চাইতে কর্মীদের অনুরোধ করেন।
কর্মী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার প্রথম উপজেলার চেয়ারম্যান ও সীতাকুণ্ড আসনের সাবেক সংসদ সদস্য আইনুল কামাল। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন প্রার্থীর পুত্র সারতাজ ইমরানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।