সালমান খানের ভাই এবং ‘দাবাং’খ্যাত বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান ৫৬ বছর বয়সে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন । ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সুরা খানের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। যে সুরা ছিলেন বলিউড ফিল্মের একজন মেকাপ আর্টিস্ট তিনিই হয়ে গেলেন আরবাজের স্ত্রী! তবে মেকাপ আর্টিস্ট হলেও তিনি যেইসেই আর্টিস্ট নন। নিজের জায়গায় তিনিও রীতিমতো একজন স্টার। তার সুনিপুণ কাজ, দক্ষতার জন্য নিজের সুনাম-খ্যাতি অর্জন করেছেন বি-টাউনে। বহু তারকাই তার কাছে মেকআপ করেন। আরবাজ খানের নতুন স্ত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায় যে তিনি কতটা গুণী শিল্পী। তিনি কীভাবে কেমন কাজ করেন। এই সুরাকে নিয়েই গত সপ্তাহে বিয়ের কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। অবশেষে বড়দিনের আগের সন্ধ্যায় সেই জল্পনাই সত্য হলো। ‘পাটনা শুক্লা’ নামক একটি ছবির সেটে প্রথম আলাপ হয় আরবাজ এবং সুরার। সেখান থেকেই তাদের প্রেমের শুরু।
এই সুরার সঙ্গে আরবাজের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান পরিবারের সদস্যরা। সালমান-সোহেল তো বটেই, ছিলেন তাদের বাবা সেলিম খানও। ৫৬ বছর বয়সে নতুন করে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন আরবাজ। অথচ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি বাবার অনুমতি পর্যন্ত নেওয়ার প্রয়োজনবোধ করেননি তিনি। বাবাকে ছেলের এমনভাবে উপেক্ষা করাতে কি ক্ষুব্ধ হলেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার?
আরবাজের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সেলিম জানান, বিয়ের আগে তা নিয়ে নাকি তার সঙ্গে কোনো আলোচনা করেননি আরবাজ। তবে এ নিয়ে রাগ জমিয়ে রাখতে চান না সেলিম খান। তার কথায়, ‘আমার ছেলে আর সুরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করার। আমার মনে হয় না এতে দোষের কিছু আছে। আমি আমার ছেলে ও ছেলের বৌয়ের জন্য খুব খুশি হয়েছি। ওদের আশীর্বাদও করেছি।’
সেলিম আরও বলেন, ‘আরবাজ নিজে যথেষ্ট পরিণতমনস্ক ও নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে। সেখানে আমার সঙ্গে আলাপ-আলোচনার তো কোনো দরকার নেই। আমার অনুমতি নেওয়ারও দরকার নেই। আমাকে আরবাজ জানিয়েছিল যে ও বিয়ে করছে। আমি মনে করি না যে প্রাপ্তবয়স্ক কারও জীবনের সিদ্ধান্তে নাক গলানোর কোনো প্রয়োজন আছে।’
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ঢাকায়ও সফর করে গেছেন আরবাজ খান। রাজধানীর বনানীতে বলিউড অভিনেতা সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় এসেছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল খান। এরপর একই উদ্দেশ্যে ঢাকা ও চট্টগ্রামে সফর করে যান অভিনেতা আরবাজ খান।