ছেলের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পুলিশ সদস্য আব্দুল লতিফ(৫২) নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে বগুড়ায় । তিনি বগুড়া জেলা পুলিশের টেলিকম বিভাগে কর্মরত ছিলেন।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বগুড়ার বনানি এলাকার সরকারি শাহ সুলতান কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম।
তিনি জানান, আব্দুল লতিফ পরিবার নিয়ে শহরের চকলোকমান এলাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে মেজবা উদ্দিন গালিবকে সাথে নিয়ে শহরতলীর বনানী এলাকার পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে সরকারি শাহ সুলতান কলেজের সামনে কুকুরে সাথে ধাক্কা লাগলে চালক গালিব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পেছনে বসে থাকা তার বাবা আব্দুল লতিফ পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এসময় তাঁকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল লতিফ সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসিন্দা।