লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাংএ পর্যটকবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে। আহত হয়েছে ৪ যাত্রী। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তাদের উদ্ধার করে পাশর্বর্তী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের উত্তর হারবাং কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪ জন হলেন, উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং করমহরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. রিদোয়ান, পূর্ব বৃন্দাবন সামাজিক পাড়ার রশিদ আহমদের ছেলে আবু বক্কর, উত্তর হারবাং বত্তাতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে মো. মহিউদ্দিন ও একই ইউনিয়নের সামাজিক পাড়ার মো. বাদশার ছেলে জয়নাল আবেদীন।

তবে আহত চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র বলেন, সকালে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী বাস মহাসড়কের চকরিয়া উত্তর হারবাং এলাকায় পৌছলে বিপরীতমুখি একটি লেগুনার সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যায় লেগুনার চার যাত্রী। আহত হয় ৪জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, বাস ও লেগুনা জব্দ করা হয়েছে । চালক হেলপার পালিয়ে যায়। চার জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031