বিগত ১৫ বছর ধরে পটিয়ার মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করেছি, আগামীতে ঈগল প্রতীকের জয়ের মাধ্যমে এ ধারা অব্যাহত রাখতে চাই চট্টগ্রাম–১২ পটিয়া আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন। জনগণের ভালোবাসা নিয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটিয়ে পটিয়ার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভোট উৎসব দেখতে চায়। জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে নারী পুরুষ সবাইকে ঈগল প্রতীকে ভোট দিয়ে সন্ত্রাস, জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গতকাল বুধবার পটিয়া উপজেলার খরনা, লালার খিল, চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ. লীগ নেতা বিজবন চক্রবর্তী, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, বদিউল আলম, বিপ্লব চৌধুরী, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আরফাত শাকিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান, দিদার চৌধুরী, মীর কাশেম, টি এম মুছা, আবছার উদ্দিন, মো. লেয়াকত, মিটুন চৌধুরী, মফিজুর রহমান, রবিউল হোসেন, হরিপদ রায় শ্রাবন, মো. আলমগীর, মো. শামসু প্রমুখ।