কেটলি মার্কায় ভোট প্রার্থনা করেছেন ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক সৈয়দ তরিকুল ইসলাম চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের পক্ষে উত্তর মোহরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে।
এ সময় সৈয়দ তরিকুল ইসলাম বলেন, আবদুচ ছালাম সাহেব আমার বড় ভাই। তিনি যেখানে যে দায়িত্ব পেয়েছেন, সে দায়িত্ব সততা, নিষ্ঠা ও সফলতার সাথে পালন করেছেন। ২০০৮সালে সরকার গঠনের পর রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাঁকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দায়িত্ব দিয়েছিলেন। তিনি সিডিএর ইতিহাসের সফলতম চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। আজকে তাকে চট্টগ্রামের উন্নয়ন কারিগর হিসেবে কর্মবীর উপাধি দিয়েছেন উন্নয়নের সুফলভোগী জনতা।
চট্টগ্রাম ৮ আসনে কেটলি মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে তিনিই পারবেন উন্নয়নের মাধ্যমে চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী এলাকাকে বদলে দিতে।