সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১ মীরসরাই আসনের নৌকার প্রার্থী পুত্র মাহবুব রহমান রুহেলের জন্য দ্বারে দ্বারে ভোট চাইছেন ।
গতকাল বুধবার জোরারগঞ্জ ইউনিয়নে এক উঠান বৈঠককালে তিনি বলেন, আমার পুত্র রুহেল ইতিমধ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অনেক কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে নিয়ে বায়োগ্রাফি চলচ্চিত্র, আইটিসহ অনেক সেক্টরে তার ভূমিকা প্রশংসনীয়, আমার বিশ্বাস সে মীরসরাইবাসীর মুখ উজ্জল করবে। দেশ ও জনগনের জন্য কাজ করবে। ইতিমধ্যে মাহবুব রহমান রুহেল মীরসরাইয়ের সকল শ্রেণীর মানুষের কল্যাণে অনেক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি ভোটারদের কাছে নৌকা ও তাঁর পুত্রকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শ্যামল দেওয়ানজী, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ইমন সহ প্রমুখ।