চট্টগ্রাম : জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে রোভার স্কাউটদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সভাপতি।
বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোলমডেলে পরিণত হতে চলছে ঠিক তখনই দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে জঙ্গিবাদী কার্যকলাপ শুরু করেছে।
ধর্মের অপব্যাখ্যা করে বিপদগামী কিছু লোক নিরাপরাধ মানুষ খুন করে ইসলাম ধর্ম সুনাম ক্ষুন্ন করছে। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হাজার বছর ধরে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। এ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যে কোন মূল্যে রক্ষা করতে হবে। মাদক ও নেশার সর্বনাশা কবল হতে যুব সমাজকে রক্ষা করতে হবে।
চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সম্পাদক অধ্যাপক মো: ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা রোভারের কমিশনার মো: কামাল উদ্দিন।এতে বক্তব্য রাখেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জহরলাল ভট্টাচার্য্য,এস.এম আফজর রহমান, মোহাম্মদ গিয়াসুদ্দিন, অধ্যাপক রিজুয়ানা জেরিন খান, অধ্যাপক লালন কান্তি দাশ, অধ্যাপক সুজন দে প্রমুখ।