এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপায় মোঃ আনিসুল হক (৫৫) নামে ।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পৌরসভাধীন ইকোপার্ক গেট কে.হোসেন ফিলিং স্টেশান সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আনিসুল হক সীতাকুণ্ড পৌরসদর পূর্ব মহাদেবপুর গ্রামের মৃত জালাল আহমেদের পুত্র।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে আনিসুল হক নামক ঐ ব্যক্তি সীতাকুণ্ড পৌরসদরের ফকিরহাট কে.এম হোসেন ফিলিং স্টেশান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের উপর পড়ে গেলে একইদিক থেকে আসা অপর একটি মাইক্রো তাকে পুনরায় চাপা দেয়। এতে মাথা থেতলে ও শরীরে গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।