মোঃ জাহাঙ্গীর আলম ৩৩ বছর বয়সী , তিনি পাইপ ফিটারের কাজ করেন। প্রতিদিনে ন্যায় ডিসেম্বর ২৭ তারিখ বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী টেক্সটাইল ইনিষ্টিটিউট এলাকাস্থ রহমত আলীর বাড়ীতে পাইপ ফিটারের কাজ করতে বের হন।
পরে এখান থেকে কাজ করে বাসায় ফেরার পথে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনীর আমিন মাঠের পাশে মান্নানের চা দোকানের সামনে পৌঁছলে ২ জন ছিনতাইকারী ছোরার ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমের বাম পায়ের উরুতে কোপ মেরে রক্তাক্ত জখম করে তার কাছ থাকা মোবাইল সেট সহ নগদ ৪০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে থানা পুলিশকে বিষয়টি জানালে এসআই মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী মাঠ হতে অভিযুক্ত এক ছিনতাইকারী আটক করেন এবং তার হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া নগদ ৪০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গত রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী, আমিন মাঠের পাশে মান্নানের চা দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আল আমিন নেত্রকোনা জেলার চারহাট্টা থানাধীন ডেমুরা ফখরুল চেয়ারম্যান বাড়ির আক্কাছ আলীর ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় সিংহ বলেন, তার বিরুদ্ধে ৩৯৪ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু হয়েছে।