মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখা’র ব্যবস্হাপনায় গত ১০ পৌষ , ২৫ অক্টোবর সোমবার ২০২৩ বেলা ১১ টা হতে পবিত্র খতমে কোরআন , আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুস্টান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে

বিশিস্ট সমাজসেবক মোহাম্মদ আবদুল করিম এর সভাপতিত্বে অনুস্টিত হয়।

লেখক নুর মোহাম্মদ ও সংগঠক মোহাম্মদ মফিজ উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুস্টানে প্রধান অথিথী ছিলেন দরবারে কামালিয়া শরীফ এর শাহজাদা মোহাম্মদ মোরশেদ কামাল।

প্রধান বক্তা ছিলেন হযরত অলি শাহ হাফেজ সামিউদ্দিন শাহ দাখিল মাদ্রাসার আরবী মুদারিস মাওলানা এস এম ইমরান হোসেন মাইজভান্ডারী।

বিশেষ অতিথী ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান গ জোনের সমন্বয়কারী কাজী মোহাম্মদ আসলাম হোসেন, সংগঠক ছালামত উল্লাহ বাবুল, মাওলানা আমীর হোসেন প্রমুখ।

এতে অতিথি, কর্মকর্তা ও অন্যান্যাদের মাঝে আরো উপস্হিত ছিলেন মোহাম্মদ নুরুল হুদা, সংগঠনের সভাপতি আবদুস শুক্কুর সওদাগর, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ নুরুল আবছার, সাধারণ সম্পাদক জহির আহমদ, মাওলানা আবদুল হামিদ, শায়ের মাওলানা আহাদুল ইসলাম সাজিদ, মোহাম্মদ হানিফ, ডা: সুপন বিশ্বাস, ওম্মর আলী, মোহাম্মদ সালাউদ্দিন,

সাইফুল ইসলাম, মেহরাজ উদ্দিন জুয়েল, মোহাম্মদ সাইদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ রাহাত, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ পারভেছ, মোহাম্মদ মোরশেদ, রাশেদুল ইসলাম, মোহাম্মদ বাদল, জানে আলম , মোহাম্মদ নাছের প্রমুখ।

অনুস্টানে বক্তারা বলেন, সবক্ষেত্রে হিংসা, লোভ, অহংকার পরিত্যাগ করে আলোকিত জীবন গঠনের জন্য সুশিক্ষা, ধর্মীয় জ্ঞানচর্চা ও ত্বরীকত চর্চা করে যেতে হবে।
মাইজভান্ডার ত্বরীকার এক দীপ্ত পুরুষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( ক.) এর সুযোগ্য আওলাদ

রাহবারে আলম আলহাজ্ব শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান ( ম: জি : আ:) প্রকাশ মওলা হুজুরের নির্দেশনামতে ট্রাস্ট ও কেন্দ্রীয় কমিটির ব্যবস্হাপনায় মানবসেবা, সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রকল্প ও দারিদ্র বিমোচন প্রকল্প সকল স্তরের মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ

প্রেস বিজ্ঞপ্তি

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031