চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে আ. লীগ মনোনীত প্রার্থী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন । মহানগর মহিলা আ. লীগের সভাপতি ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে গতকাল সকাল থেকে দক্ষিণ বাকলিয়ার বিভিন্নস্থানে গণসংযোগ করা হয়।
এ সময় হাসিনা মহিউদ্দিন বর্তমান আ. লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
চসিক কাউন্সিলর নিলু নাগের ব্যবস্থাপনায় গণসংযোগে উপস্থিত ছিলেন ওর্য়াড কাউন্সিলর নুরুল হক মিয়া, মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রোজী, কাউন্সিলর আঞ্জুমান আরা, মহিলা নেত্রী হাসিনা আক্তার টুনু, শাহীন ফেরদৌস, শবনম ফেরদৌস, আমিনুল ইসলাম, লক্ষণ দাশ, সাদির হাসানসহ ওর্য়াড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।