গতকাল বুধবার বিকাল ২টার পর থেকে নগরীর ১২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন চট্টগ্রাম–১০ আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম । তিনি আসরাফ আলী রোড, লাকী হোটেল এলাকা, বেলুয়ার দিঘী এলাকা, পাহাড়তলী কাঁচা বাজার, প্রাণ হরিদাস রোড, পদ্মপুকুরপাড়, মৌসুমী আবাসিক এলাকা, পানির কল, বাচামিয়া রোড, আবুল বিড়ি ফ্যাক্টরি ও ঈদগাঁ কাঁচা বাজারসহ ১২টি স্থানে পথসভা করেন।

পথসভায় মোহাম্মদ মনজুর আলম ফুলকপি মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচন স্বচ্ছতার ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে পারবে। আমি আশা করি প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকায় থাকলে নির্বাচন অর্থবহ হবে। আমিও শতভাগ সফল হবো এ আশা পোষণ করি। মনজুর আলম বলেন, দেশ সবার উপরে, দেশের শান্তি ও স্থিতিশীলতার উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করে। সকলপক্ষ আন্তরিক হয়ে নির্বাচনকে অর্থবহ করবেন এটাই আমার প্রত্যাশা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031