চট্টগ্রাম–১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন তৃতীয় দিনের প্রচারণায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বুধবার দুপুরের পর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা শুরু করেন তিনি। এদিন নতুন সাইদ পাড়া, পুরাতন সাইদ পাড়া, আলিশাহ পাড়া, হোন্দলপাড়া এলাকা থেকে সল্টগোলা পর্যন্ত নানা শ্রেণি–পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।
গণসংযোগকালে জিয়াউল হক সুমন বলেন, আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আওয়ামী লীগের রক্ত আমাদের শরীরে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই এবার আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার আসনের ১০টি ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন আমাকে সাহস যোগাচ্ছে প্রতিনিয়ত। এলাকার আপামর মানুষের সমর্থনও পাচ্ছি। তৃণমূল ও সাধারণ ভোটারগণই আমার শক্তি। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইপিজেড থানা আ. লীগ সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আফজাল, ওয়ার্ড আ. লীগের সভাপতি মো আসলাম, মো. ইলিয়াস, আক্কাছ সওদাগর, হারুনুর রশিদ, মো. শরীফ, মো. সেলিম রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।