দোকানে ঢুকে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে । এতে মারাত্মক আহত হয়েছেন ৬ জন।
তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্ক্র্যাপ জাহাজের মেরিন মেশিনারিজ (পার্টস) দোকানে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।