গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম–১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ফুলকপি প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় । খতমে কোরআনে পাক, খতমে বোখারি শরীফ, মিলাদ, দোয়া এবং মোনাজাতের মধ্যদিয়ে যাত্রা শুরু হয়। এদিন সুধি সমাবেশ, পদ্মপুকুর জামে মসজিদ, ওয়ার্লেস জামে মসজিদ, মুরাদপুর জামে মসজিদ, খান সাহেব আবদুল হাকিম মিয়া জামে মসজিদ, শহীদ নগর স্কপ জামে মসজিদের মুসল্লী, মুনছুরাবাদ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত উঠান বৈঠকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন। মনজুর আলম বলেন, ফুলকপি গ্রাম–বাংলার প্রতিচ্ছবি। ফুলকপি প্রতীককে আমি এলাকাবাসীর দিন বদলের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। কর্মসূচীতে মোনাজাত করেন– অধ্যক্ষ মুফতী হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন মাওলানা মতিউর রহমান।

আলোচনা করেন মোহাম্মদ হারিছ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দিন বুলু, কামরুল হাসান, শামসুল আলম, সালাউদ্দিন আলী আজগর, মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, আব্দুল হালিম, মফিজুর রহমান, মুফতি এসএম ইলিয়াছ, মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ নুরী, মাওলানা গোলাম মাওলা রুবেল, মাওলানা লেয়াকত আলী তালুকদার আমিনুল হক আবদুল হাদি, সাইফুল আলম চৌধুরী, এম এ তাহের, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, সৈয়দ নাবিদ আবদুল্লাহ, সৈয়দ আবেদ আবদুল্লাহ, সারহান আবদুল্লাহ, এসএম দিদারুল হক, আমিনুল হক, জাহিদুল হক, কাজী এরশাদ কালাম, সালাউদ্দিন বাবলু, নুরুল আজিম, ইকবাল বাহার, ছগির শাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031