ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন চট্টগ্রাম–৮ সংসদীয় আসনে (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ গতকাল সোমবার মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নোমান আল মাহমুদ এমপি এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ও মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে নেতৃবৃন্দ জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সোলায়মান আলম শেঠের জয় নিশ্চিত করার লক্ষে দলীয় নেতাকর্মীদের।
নেতৃবৃন্দ জাতীয় পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা এয়াকুব হোসেন, আবু জাফর মাহমুদ কামাল, শেঠ গ্রুপের সিইও আফতাব আলম শেঠ, শেঠ গ্রুপের পরিচালক উজায়ের আলম শেঠ, আইনজীবী মো. ইমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।