সংবাদ প্রেরক
ইরফান চৌধুরী অয়ন
গত ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, সোমবার, সকাল ১০ টায় রাউজান উপজেলার কদলপুর মীরবাগিছা কবিরাজ বাড়ী আঙ্গিনায় দেশবরেণ্য প্রসিদ্ধ আয়ুর্বেদ চিকিৎসক মরহুম কবিরাজ নজির আহমদ (রাহ্)-এর ৫ম ওয়াফাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দু’আ মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
কবিরাজ নজির আহমদ স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর বিজ্ঞান গবেষক ড. নূ ক ম আকবর হোসেন।
স্মৃতি সংসদের উপদেষ্টা, ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার-এর সভাপতিত্বে স্মরণ ও সংবর্ধনা সভায় প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি বিএমসি ডিগ্রী কলেজের অধ্যাপক শিশু সাহিত্যিক বাসুদেব খাস্তগীর। আলোচক ছিলেন সংবর্ধিত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ রবিউল আলম। অতিথি বক্তা ছিলেন অধ্যাপক ডা. পরিতোষ বড়ুয়া ও উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথা সাহিত্যিক বিলাস কান্তি দাশ।
স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব ডা. মুহাম্মদ জাফর আলী।
সংসদের সাধারণ সম্পাদক শিক্ষক দিলীপ গোষের সঞ্চালনায় পবিত্র কুরআন মাজীদ তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ সোহেল উদ্দীন। বক্তব্য রাখেন অধ্যাপক আবু মুসা মুহাম্মদ জাবের, ইন্জিনিয়ার এস এম মিনহাজুর রহমান, শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান, শিক্ষক দীপক দাশ, এস এম ইলিয়াস, মাওলানা ফজলুল হালিম নূরী, শেখ আবদুল্লাহ্ মোহাম্মদ জাহেদ, ইরফান চৌধুরী অয়ন, সৈয়দ মুহাম্মদ রবিউল ইসলাম, সৈয়দ মুহাম্মদ নূরুল হাসনাত, ইশরাক চৌধুরী নিহাল, তাহসিন চৌধুরী আদিল, মুহাম্মদ হিশাম উদ্দীন প্রমুখ।
সমাপনী পর্বের দু’আ মাহফিলে ঈসালে সাওয়াব ও মুনাজাত করেন মাওলানা কাজী মুহাম্মদ ইব্রাহীম।