মানবাধিকার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার পুনর্গঠিত কমিটির সভাপতি মাওলানা জহুরুল আনোয়ার এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ

সম্প্রতি গতকাল ১৮ নভেম্বর ২০২৩ বিকাল ৩টায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাটস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং-ইউসিটিসি কনফারেন্স হলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার ১৩তম কার্যকরী পরিষদ ২০২৩-২৭ গঠন কল্পে নির্বাচন সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রধান নির্বাচন কমিশনার ও সংস্থার আজীবন সদস্য প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ১ম অধিবেশনের ১ম পর্বে সংস্থার গঠনতন্ত্রের নির্বাচন বিষয়ক ধারা, উপ-ধারাগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়। ২য় পর্বে সহকারী নির্বাচন কমিশনার ও সংস্থার আজীবন সদস্য অধ্যাপক এ এ আতাউল করিম চৌধুরীর তত্ত্বাবধানে এবং নির্বাচন কমিশন সচিব ও সংস্থার আজীবন সদস্য আকতার কামাল চৌধুরী সিআইপির সঞ্চালনায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয় এবং পরিষদের কোন পদে একাধিক প্রার্থী না থাকায় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রত্যেক পদের একক প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার বিজয়ী প্যানেলের অনুমোদন দিয়ে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করেন।
২য় অধিবেশনের ১ম পর্বে মৌলিক অধিকার বিষয়ক ৫ বিষয়ে ৫টি উপকমিটি গঠিত হয়। ২য় পর্বে সংস্থার বিজ্ঞ আইনজীবীদের নিয়ে লিগ্যাল এইড বোর্ড এবং সালিস-বিচারে দক্ষ সদস্যদের নিয়ে জুরি অ্যাণ্ড আর্বিট্রেশন বোর্ড গঠিত হয়।
নবনির্বাচিত কার্যকরী পরিষদে মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার সভাপতি, অ্যাডভোকেট বঙ্কিম চন্দ্র দাশ সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ আবু জাফর সহ-সভাপতি, নূরুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক, নূরুল আজিম ও মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু সহ-সাধারণ সম্পাদক, খোরশেদ আলম ফারুকী দফতর সম্পাদক, মুহাম্মদ ওসমান কোষাধ্যক্ষ, প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন, অধ্যাপিকা তাহমিনা ইয়াছমিন নূর, মুহাম্মদ আলী শাহ্, ডা. এ এস এম শওকতুল ইসলাম, অ্যাডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু নির্বাহী সদস্য নির্বাচিত হন।
মৌলিক অধিকার বিষয়ক উপকমিটির শিক্ষা ও গবেষণা বিভাগে ড. এন এইচ এম আবু বকর উপদেষ্টা, অধ্যাপক মোহাম্মদ শওকত হোসেন সমন্বয়ক, অধ্যাপক মুহাম্মদ আবদুল হাই, অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ ও মাওলানা গোলাম মোস্তাফা মোহাম্মদ নূরুন্নবী সদস্য, স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগে ডা. এটিএম রেজাউল করিম উপদেষ্টা, অধ্যাপক ডা. সুকুমার নন্দী সমন্বয়ক, অধ্যাপক ডা. এম এ মোরশেদ, ডা. মোহাম্মদ রেজাউল করিম ও ডা. এস এম কাউসার সদস্য, বাসস্থান ও আবাসন বিভাগে কাজী এম এন আলম উপদেষ্টা, লায়ন সিএসকে সিদ্দিকী সমন্বয়ক, সিএমএ কাদের বাচ্চু, সিকদার গিয়াস উদ্দীন মাহমুদ ও মাওলানা কাজী মুহাম্মদ খাইরুল আনোয়ার সদস্য, বস্ত্র ও কর্মসংস্থান বিভাগে আকতার কামাল চৌধুরী সিআইপি উপদেষ্টা, মোহাম্মদ ওসমান গনী চৌধুরী সমন্বয়ক, ফিরোজ আহমেদ চৌধুরী, মো. নূরুল আবছার তালুকদার ও লোকমান হোসেন তালুকদার সদস্য, অন্ন ও কৃষি বিভাগে শাহাব উল্লাহ্ চৌধুরী উপদেষ্টা, সৈয়দ আবদুল হামিদ আল্ হাদী সমন্বয়ক, প্রকৌশলী তাজ মোহাম্মদ, কৃষিবিদ কায়কোবাদ চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণি সদস্য নির্বাচিত হয়েছেন।
লিগ্যাল এইড বোর্ডে অ্যাড. মুহাম্মদ লিয়াকত আলী নূর চেয়ারম্যান, অ্যাড. এমএ নাসের চৌধুরী সচিব, অ্যাড. আবুল ফজল তালুকদার, অ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাড. রেজাউল করিম, অ্যাড. মুহাম্মদ হাসান আলী চৌধুরী, অ্যাড. এম নূরুল করিম, অ্যাড. এসএইচএম হুমায়ূন রশিদ তালুকদার রোবেল, অ্যাড. এএইচএম মামুন-আর-রশীদ, অ্যাড. আজীম উদদীন তালুকদার লাভলু ও অ্যাড. পল্টন দাশ প্যানেল ল’ইয়ার নির্বাচিত হয়েছেন।
জুরি অ্যাণ্ড আর্বিট্রেশন বোর্ডে বেতাগী- সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম মিনা চেয়ারম্যান, শিলক- সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মান্নান চৌধুরী সচিব, রাজানগর- শামসুল আলম তালুকদার ও ডা. এমএ গণী, হোসনাবাদ- অ্যাড. আতাউর রহমান ও মো. জয়নাল আবেদীন, স্বনির্ভর রাঙ্গুনিয়া- মো. ইলিয়াছ জোয়ার্দার ও সাবেক ইউপি মেম্বার মুহাম্মদ আবু বকর, মরিয়মনগর- মোহাম্মদ হোসেন ও ইউছুফ জামাল, পারুয়া- মাওলানা আ ও ম হোসাইন তৈয়ব ও মো. ইকবালুর রহমান, পোমরা- সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুল কবির গিয়াসু ও মোজাফফর আহমদ চৌধুরী নেজাম, বেতাগী- সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আহমদ চৌধুরী, সরফভাটা- সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মো. ফজলুল কাদের তালুকদার ও প্রকৌশলী কাজী মোস্তাফা মঈন, শিলক- সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ্ চৌধুরী আইয়ুব খান, পদুয়া- ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দীন সেলিম, চন্দ্রঘোনা- মাস্টার মুহাম্মদ খুরশীদ আলম ও সাংবাদিক ইলিয়াছ তালুকদার, কোদালা- ফারুক আহমদ ও সাবেক ইউপি মেম্বার মো. কামাল উদ্দীন, ইসলামপুর- মাওলানা মুহাম্মদ আবদুল খালেক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নেসারুল হক পেয়ারু, দক্ষিণ রাজানগর- মো. আজিজুল ইসলাম চৌধুরী মনু ও কেএম গিয়াস উদ্দীন শাহজাহান, লালানগর- সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তালুকদার ও মাস্টার নবীরুল হক প্যানেল মেডিয়েটর নির্বাচিত হয়েছেন।
সমাপনী পর্বে উপজেলা শাখার নির্বাচন কমিশন কর্তৃপক্ষ, পৌরসভা শাখার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম এ সালাম, সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহ-সাধারণ সম্পাদক মো. ফজলে এহসান শামীম নবনির্বাচিত উপজেলা কার্যকরী পরিষদ, মৌলিক অধিকার বিষয়ক উপকমিটি, লিগ্যাল এইড বোর্ড এবং জুরি অ্যাণ্ড আর্বিট্রেশন বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক বলেন, অসহায়দের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইন-সহায়তা প্রদান, প্রকাশনা ও গুণীর মূল্যায়ণে রাঙ্গুনিয়া শাখার গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য সংস্থার সদর দফতর কর্তৃপক্ষ ইতঃপূর্বে এ শাখাকে দেশের শ্রেষ্ঠ মানবাধিকার শাখা, মডেল চ্যাপ্টার, মডেল শাখা আখ্যায়িত করেছেন। চট্টগ্রামে মানবাধিকার প্রতিষ্ঠা ও রাঙ্গুনিয়ায় এ সংস্থার কার্যক্রম নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণাকর্ম চলছে। সংস্থার অতীত অর্জন, খ্যাতি, ঐতিহ্য ও ভাবমর্যাদার বিকাশ ও ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় উপজেলা ও পৌরসভা উভয় শাখার সম্মিলিত প্রয়াসের উদ্যোগ অতীব সময়োচিত। তিনি বলেন, স্ব স্ব অবস্থানে যোগ্য সদস্যদের নিয়ে পুনর্গঠিত সহযোগী কমিটিগুলোসহ নবনির্বাচিত কার্যকরী পরিষদের অনুসৃত কর্মসূচি বাস্তবায়নে কমিটি বহির্ভূত আজীবন সদস্যদেরও ভূমিকা রাখতে হবে এবং সংস্থার তৃণমূল স্তর ‘ইউনিয়ন শাখা’র কার্যক্রম আরো জোরদার করতে হবে।

ছবির ক্যাপশন :  শেষে সভাপতির বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031