বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী,আদর্শবান কর্মী মেহেদী হাসান বাদলকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন।একে একে মুজিবীয় আদর্শিক ছাত্র,যুবনেতাদের হত্যা করে ঘাতক চক্র এদেশে যে রাজনৈতিক অপসংস্কৃতি চালুর প্রচেষ্টা চালাচ্ছে, মেহেদী হাসান বাদল হত্যাকান্ডও একই ধারাবাহিকতার অংশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট)বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর যুবলীগ নেতা শহীদ মেহেদী হাসান বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জাতির জনক হত্যাকান্ড,যুদ্ধাপরাধীদের বিচারসহ একে একে সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করে চলেছেন। বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করে চলেছেন।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের শহীদ ছাত্রনেতা মেহেদী হাসান বাদলের হত্যাকারীদেরও গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত আজ সময়ের দাবী হয়ে উঠেছে।
বক্তব্যে তিনি আরো বলেন, বাদলের হত্যাকারীরা বাংলাদেশের যেকোন প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
তিনি বলেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর রায় বহালের প্রতিবাদে জামায়াত-বিএনপি অযৌক্তিক হরতাল ডেকে একদিকে স্বাধীনতা বিরোধীতায় প্রত্যক্ষ অংশীদারিত্ব প্রমাণ তাই নয়, দেশ তথা উন্নয়ন বিরোধী এই হরতাল কর্মসূচি পালনের মাধ্যমে তারা জনবিচ্ছিন্নও হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সম্মিলিত ঐক্যের মাধ্যমে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে।
কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য যুবনেতা আবদুল মান্নান ফেরদৌসের সভাপতিত্বে ও পলিটেকনিক ইন্সটিটিউট সাবেক সাধারণ সম্পাদক নগর যুবলীগ নেতা এ,এম মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক আলহাজ্ব শফর আলী, মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, মহানগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ ঈছা প্রমুখ।