চট্টগ্রাম : সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন , বীর সূর্য সন্তান সূর্য আজিজ-জহুরের পবিত্র মাটিতে চট্টগ্রামের ডালিম হোটেলের খলনায়ক মীর কাশেমের ফাঁসির রায় বহালে মুক্তিযোদ্ধা জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে।
বুধবার(৩১ আগস্ট)চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে দেশব্যাপী জামায়াতের হরতাল বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
আ জ ম নাছির বলেন,আন্তজার্তিক যুদ্ধাপরাধী বিচার ট্রাইবুন্যালে এই টর্চার সেলের রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরো বলেন, বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে আঘাত হানতে যাদেরকে মন্ত্রী করা হয়েছে সেই খলনায়িকাকে বিচারের মুখোমুখি করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনাকে স্বাগত জানাই।
আমি এই প্রত্যয়ে নিজেদের মধ্যে সকল ভূল ভ্রান্তি দূর করে এই চট্টগ্রাম থেকে উন্নয়ন অভিযাত্রা ও জঙ্গীবাদ বিরোধী অভিযানে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।এর আগে আমাদের তৃণপর্যায়ে সংগঠনকে গণমুখী হতে হবে এবং স্থানীয়দের সুখে দু:খের সাথী হতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, আলহাজ্ব এম এ রশিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য ও শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান প্রমুখ।