যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালিত হয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় । গতকাল ৫ ডিসেম্বর যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম পিন্টু, জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন।
উপ যুব প্রধান–১ কৃষ্ণ দাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বাস্থ্য সেবা বিভাগীয় প্রধান মোঃ আবদুর রহমান অপি, আইসিটি মিডিয়া কমিউনিকেশন বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরীসহ যুব স্বেচ্ছাসেবকরা। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, মানবিক স্বেচ্ছাসেবক পারে মানবিক সমাজ গড়ে তুলতে। স্মার্ট স্বেচ্ছাসেবক স্মার্ট দেশ বিনিমাণে ভূমিকা রাখে। স্বেচ্ছাসেবকদের মানসিক ভাবে প্রস্তুত নিতে হবে সব সময় তারা মন থেকে মানুষের সেবা করবে। প্রেস বিজ্ঞপ্তি।