কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় ।
সোমবার (৪ নভেম্বর) সরকারি বার্তাসংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, ইসরাইলি ফাইটার জেট এবং আর্টিলারি কামান জাতিসঙ্ঘ পরিচালিত সালাহ আদ-দিন স্কুল এবং আল-দাররাজের শহিদ আসাদ সাফওয়াতি স্কুলে গোলা বর্ষণ করে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে এক সপ্তাহের যুদ্ধবিরতির শেষে শুক্রবার গাজা উপত্যকায় আবারো সামরিক অভিযান শুরু করে ইসরাইল।
৭ অক্টোবর থেকে গাজায় বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৪২ হাজার জনেরও বেশি আহত হয়েছে।
সরকারী পরিসংখ্যান অনুসারে এ যুদ্ধে ইসরাইলি নিহতের সংখ্যা এক হাজার ২০০ জন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি