মায়ের সাথে অভিমান করে মোহাম্মদ ওয়াজেদ হাসান (১৭) নামের এক ১০ম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছে বোয়ালখালীতে ।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ড সৈয়দ কমর আলী মিয়াজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। সে একই এলাকার শামিমা আক্তারের ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরে দেরি করে আসায় তার মা ঘরের দরজা না খোলার কারণে অভিমান করে ঘরের সামনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত ওয়াজেদ হাসান গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। তিন ভাইদের মধ্যে সে সবার বড় বলে জানা যায়।
বোয়ালখালী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। আসলে জানা যাবে কি হয়েছে।