মক্কা ট্রেডার্স নামে ১টি ইলেক্ট্রিক এবং সেনিটারি দোকানে আগুন লেগে প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রামের ফটিকছড়ি সদর বিবিরহাটে ।
৫ ডিসেম্বর (মঙ্গলবার) রাত দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
দোকানের মালিক মোহাম্মদ কামাল উদ্দিন এরশাদ বলেন- রাত ১:৫০ এর দিকে খবর পায় দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততোক্ষণ সমস্ত মালামাল প্রায় পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমার পরিবারের একমাত্র উপার্জনের পথ ছিল।
কামালের ছোট ভাই মোহাম্মদ মহি উদ্দীন বলেন- আমাদের পরিবারের উপার্জন নির্ভর করতো এ দোকান থেকেই। এখন সব হারিয়ে আমরা প্রায় নিস্ব।
বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন বলেন- খবর পেয়ে আমাদের নিরাপত্তা কর্মীদের দ্রুত পাঠিয়েছি। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তারা সুনামের সাথে বাজারে প্রায় ১৪ বছর ব্যবসা করছে। তাদের জন্য আমরা বাজার বণিক কল্যাণ সমিতি মর্মাহত।