অপু বিশ্বাস হাতে সিনেমা কম থাকলেও বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢালিউড কুইন বলে খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক । কখনো সাবেক স্বামী শাকিব খান, কখনো আবার শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলীকে নিয়ে মন্তব্য করেন অপু। সিনেমার পাশাপাশি মঞ্চ প্রোগ্রাম, শো-রুম উদ্বোধন, ফটোশুটের কাজ নিয়েই সময় কাটান এই চিত্রনায়িকা।

এবার একটি ভিন্ন কারণে আলোচনায় এলেন অপু। মূলত তার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে ভারতের আনন্দবাজার পত্রিকার অপু বিশ্বাসের খোলামেলা বক্তব্য প্রকাশ হওয়ার পর বাংলাদেশি গণমাধ্যমে বেশ চর্চা হচ্ছে তাকে নিয়ে।

নায়িকাদের সন্তান হওয়ার পরও ভালো ক্যারিয়ার হওয়া সম্ভব, বাংলাদেশে এই বিষয়টির প্রচলন ঘটিয়েছেন তিনি- আনন্দবাজারে এমনটাই দাবি করেন শীর্ষ চাহিদাসম্পন্ন এই তারকা। সাক্ষাৎকারের এক পর্যায়ে দ্বিতীয় বিয়ের সম্ভাবনা আছে কিনাÑ এমন প্রশ্ন তোলে ভারতীয় গণমাধ্যমটি। জবাবে লম্বা বক্তব্য দিয়ে অপু বিশ্বাস বলেন, ‘না, কখনো ভাবিনি। দ্বিতীয় বিয়ের দরকারটা কী? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তান একজন সৎ বাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়ে করবই না! তাহলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। যেকোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

শাকিবের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেছেÑ এমন প্রশ্নে অপুর জবাব, ‘আমি চাই না, আমার সন্তান কোনো ভাঙা পরিবারে বেড়ে উঠুক। আমি আমার সন্তানকে নিয়ে ভীষণ সচেতন। যেকোনো সন্তানের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। বাবা-মা হিসেবে সন্তানকে সুনিশ্চিত একটা জীবন দেওয়া আমাদের কর্তব্য। আমার মনে হয়, পরিবারের অশান্তিগুলো আমাদের মাঝেই থাকা উচিত; সন্তানকে যেন সেই অশান্তি না স্পর্শ করে। জয় এই জিনিসটা কখনো বুঝতেই পারে না। কারণ আমি, আমার শ্বশুর-শাশুড়ি, শাকিব সকলেই ভীষণ সচেতন। বাবা-মা কাজ করেন, ব্যস্ত বলে দূরত্ব রয়েছে- আমার ছেলের কাছে বিষয়টি এমন। কিন্তু ‘‘ব্রোকেন’’ শব্দটার সঙ্গে ও পরিচিত নয়। জয় খুব ভাগ্যবান। কারণ শাকিবের মতো বাবা পেয়েছে। আমার একার ইচ্ছায় তো কোনো কিছু সম্ভব নয়। ওর বাবা নিজের সন্তানের প্রতি খুব স্বচ্ছ। তাই আমার ছেলের কখনো ‘‘ব্রোকেন ফ্যামিলি’’ মনে হয় না।

অথচ অপু বিশ্বাস এখন এমন কথা বললেও এর আগে শাকিব খানের সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদের পর ধর্ম পরিবর্তনের পাশাপাশি নানা ধরনের গুঞ্জন ওঠে অপু বিশ্বাসকে নিয়ে। ওই সময় বাংলাদেশি বিনোদন সাংবাদিকরা তার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে অপু বলেছিলেন, ‘আসলে বিয়ে তো ভাগ্যেও ব্যাপার। জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে বিয়ের প্রয়োজন আছে। তবে এ বিষয়ে আমার পরিবারের মতামতই আমার মতামত। শুনেছি তারা নাকি আমার বিয়ের জন্য পাত্র খুঁজছেন। দেখা যাক কী হয়। সময়ই বলে দেবে সব।

কিন্তু আনন্দবাজারের ওই সাক্ষাৎকারের পর অপু বিশ্বাসের এক মুখে দুই কথা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তাছাড়া চিত্রনায়িকা বুুবলীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর হঠাৎ করেই শাকিব বন্দনায় মেতে ওঠেন অপু বিশ্বাস। কথায় কথায় শাকিবের প্রশংসা, শাকিবের জন্যই তার আজকের অপু হয়ে ওঠা, শাকিব খানের সঙ্গে আবার জুটি বেঁধে অভিনয়ের আশাবাদ, জয়কে নিয়ে শাকিবের সঙ্গে দেশে বিদেশে ঘুরে বেড়ানো সবকিছুর মধ্যেই কেমন যেন রহস্যের সন্ধান খুঁজছেন অপু ভক্তরা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031