বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে । বুধবার (২৯ নভেম্বর) নগরীর হালিশহরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করা হয়। এতে নগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ আবারও একতরফা, পাতানো নির্বাচন দেখতে চায় না। সবকিছু জেনেও অবৈধ তফসিল ঘোষণা করে দেশকে অনাকাঙ্ক্ষিত সঙ্ঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন। দেশে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির দায় আজ্ঞাবহ কমিশনকেও নিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা-গ্রেফতার করে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর আন্দোলন দমানো যাবে না। সরকার জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করতে ষড়যন্ত্রের যে নীলনকশা করেছে দেশবাসী তা বাস্তবায়ন হতে দেবে না।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031