ছাত্রদল সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি এবং হরতালের সমর্থনে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে । এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একটি ফেস্টুন পুড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে জেলা শহরের কল্যাণপুর এলাকা থেকে হাসপাতাল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেৃতত্বে বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা অংশ নেয়।
ছাত্রদল নেতারা বলেন, এই সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এবারও তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাকশালী কায়দায় ক্ষমতায় থাকতে। দেশের মানুষ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না।
এ সময় তারা সিইসির পদত্যাগ ও তফসিল বাতিলেরও দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল গেইট এলাকায় সিইসির ফেস্টুন পোড়ানো হয়।