গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এসে পৌঁছান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ । বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই ফুলের পাপড়ি ছিটিয়ে শ্লোগানের মধ্য দিয়ে নেতাকর্মীরা ভূমিমন্ত্রীকে বরণ করে নেন। এ সময় অনেকে ফুলের তোড়া, মালা, ফেস্টুন নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। ছাদখোলা একটি জিপে দাঁড়িয়ে ভূমিমন্ত্রী নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন।
এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিয়ে আমার উপর আস্থা রেখেছেন। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আনোয়ারা–কর্ণফুলী এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু টানেল পাল্টে দিয়েছে পুরো এলাকার চিত্র। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা হায়দার আলী রনি, আবদুল মালেক, জসিম উদদীন চৌধুরী, সোলায়মান তালুকদার, জাফর উদ্দীন চৌধুরী, মৃণাল কান্তি ধর, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, ফজলুল করিম চৌধুরী, চেয়ারম্যান নোয়াব আলী, চেয়ারম্যান কাইয়ুম শাহ, চেয়ারম্যান কলিম উদ্দীন, চেয়ারম্যান অসিম কুমার দেব, চেয়ারম্যান আমিন শরীফ, সুগ্রিব মজুমদার দোলন,
শাহাব উদ্দীন আহমদ, সগীর আজাদ, আবদুল মালেক, মো. জসিম উদ্দীন আমজাদী, বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, আমির আহমদ, আজিজুল হক নসু, মোহাম্মদ সৈয়দ, জাহেদুর রশিদ, মুজিবুর রহমান আনসারী, শওকত ওসমান, অনুপম চক্রবর্তী, এম নজরুল ইসলাম প্রমুখ।