আবু মোহাম্মদ আল আদনানি গুলশান ক্যাফে হামলার সময় আইএসের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল দলটির মুখমাত্র । এছাড়াও মঙ্গলবার ‘নিহত’ এই জঙ্গি নেতা এ বছর বিশ্বজুড়ে চালানো বিভিন্ন হাই প্রোফাইল হামলার সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা এমন মন্তব্য করেছেন। ওই কর্মকর্তা আদনানিকে আইসিসের সিনিয়র নেতাদের মধ্যে অন্যতম বলে আখ্যা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, আদনানি দলটির মুখাপত্রের চেয়েও বেশি কিছু ছিল।
প্যারিস, ব্রাসেলস ও ইস্তাম্বুলের বিমানবন্দর, ঢাকার ক্যাফে হামলা, আঙ্কারার একটি সমাবেশে আত্মঘাতি বোমা হামলা এবং মিশরের সিনাইতে রাশিয়ার একটি বিমান ভূপাতিত করার মতো হাই প্রোফাইল হামলাগুলোর সময় আইএসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আদনানি। এসব হামলায় ১৮০০’রও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৪০০০।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আদনানি একিউআই (আল-কায়েদা ইন ইরাক) এবং শুরা কাউন্সিলের সদস্য ছিল। এছাড়া জনসমক্ষে সবথেকে পরিচিত আইসিল কর্মকর্তা ছিল সে।’
মঙ্গলবার আইএস আদনানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, সিরিয়ার আলেপ্পোতে নিহত হয় আদনানি। ওদিকে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে তারা ওই এলাকায় আদনানিকে টার্গেট করে হামলা চালিয়েছিল।
আইএসের ‘সামরিক সূত্রের’ বরাত দিয়ে তাদের নিজস্ব সংবাদ সংস্থা আমাক বলেছে, ‘শেখ আবু মোহাম্মদ আল আদনানি আলেপ্পোর বিরুদ্ধে সামরিক অভিযান প্রতিহত করতে কর্মকান্ড তদারকি করার সময় নিহত হয়েছেন।’
ওদিকে ওয়াশিংটনে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বরেছেন, ‘কর্তৃপক্ষ এখনও হামলার ফল নিশ্চিত হতে পর্যালোচনা করছেন।’ এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘আদনানির মৃত্যু নিশ্চিত হলে তা হবে আইসিলের ওপর আরেকটি বড় আঘাত।’ মি. কুক জানিয়েছেন, হামলাটি চালানো হয় আলেপ্পো প্রদেশের আল বাব এলাকায়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031