নগরীর চান্দগাঁও মোড় এলাকায় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৮ নারী পুরুষকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চান্দগাঁও মোড় ডাস্টবিনের পূর্ব পাশে ওকিল বিল্ডিংয়ের ৫ম তলায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে তারা।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি জাহেদুল কবির বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন চান্দগাঁও মোড় ডাস্টবিনের পূর্ব পাশে ওকিল বিল্ডিংয়ের ৫ম তলায় অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৩ জন নারী ও ৫ জন পুরুষসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।