আদালত ২০১৩ সালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এসএম জাহাঙ্গীরসহ ৭৫ জনের আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন । পৃথক তিন ধারায় তাদেরকে এ সাজা দেওয়া হয়।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাজাপ্রাপ্ত ৭৫ জনের মধ্যে এসএম জাহাঙ্গীরসহ তিনজন কারাগারে আছেন। অন্য দু’জন হলেন- দক্ষিণ খান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন ও উত্তরা পূর্ব বিএনপির আহ্বায়ক শাহ আলম।

এদিন রায় উপলক্ষে কারাগারে থাকা জাহাঙ্গীরসহ তিনজনকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তবে অপর ৭২ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তারা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী।

পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না উল্লেখ করেন বিচারক।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031