বন্দী দুই হাজতির মৃত্যু হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । বৃহস্পতিবার দিনগত রাতে এবং শুক্রবার (১০ নভেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের ইউনুস মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৩৩) ও দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগের লিটন মিয়ার ছেলে মো. বাচ্চু (৪৩) অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তারা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন।
কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা বৃহস্পতিবার রাতে সেলিম মিয়াকে ও শুক্রবার সকালে বাচ্চুকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।