রপ্তানিযোগ্য পণ্য (ডেনিম জিন্স প্যান্ট) ডিপোতে প্রবেশ না করিয়ে আত্মসাৎ করেন কাভার্ডভ্যান চালক নিজেইকোনো রকম ছিনতাই–ডাকাতির ঘটনা ঘটেনি, । গত ৩ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে আত্মসাৎ হওয়া পণ্যের মধ্য থেকে ৪ হাজার ৩০০ পিস।
গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালীর সুধারাম থানার নিয়াজপুর এলাকার মো. মজিবুর রহমানের ছেলে কাভার্ডভ্যান চালক মো. মিজানুর রহমান, তার সহযোগী ভোলার দৌলতখানের মৃত ওবায়দুল হকের ছেলে জহিরুল ইসলাম, ভোলা সদরের মো. আজাদের ছেলে মো. রুবেল ও কক্সবাজারের মহেশখালীর বড়ডেইল এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মেহেদী হাসান নয়ন। গত ৬ নভেম্বর নগরীর বায়েজিদ এলাকার রুবি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত ২ নভেম্বর গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড তাদের তৈরিকৃত ৮ হাজার ৯৯৯ পিস রপ্তানিযোগ্য ডেনিম জিন্স প্যান্ট বিদেশে রপ্তানির উদ্দেশ্যে গাজীপুর থেকে সীতাকুণ্ডের কেডিএস ডিপোতে পাঠায়। মৌখিক চুক্তির মাধ্যমে মোহনা ট্রান্সপোর্টের কাভার্ডভ্যান চালক মো. মিজানুর রহমান পরিবহনের কাজটি করেন। পরদিন ৩ নভেম্বর চালক মিজানুর রহমান উক্ত রপ্তানিযোগ্য পণ্য বোঝাই কাভার্ডভ্যান নিয়ে কেডিএস ডিপোতে পৌঁছান এবং কাভার্ডভ্যান পার্কিং করে পণ্যের চালান কপি সিএন্ডএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে গাড়িতে করে ফিরে আসেন। সিএন্ডএফ কর্তৃপক্ষ একই দিন রাতে পণ্য বোঝাই কাভার্ডভ্যানটি ডিপোতে প্রবেশ করানোর জন্য চালক মিজানুর রহমানকে খোঁজাখুঁজি করেন। কিন্তু মিজানুর রহমান ফোন বন্ধ করে দিয়ে লাপাত্তা হয়ে পড়ে এবং কাভার্ডভ্যান ভর্তি পণ্য আত্মসাৎ করেন। একপর্যায়ে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি অনন্ত ক্যাজুয়ালকে অবহিত করেন।
র্যাব জানায়, অনন্ত ক্যাজুয়াল এ সংক্রান্ত একটি অভিযোগ দিলে এবং এরই প্রেক্ষিতে নগরীর রুবি গেইট এলাকা থেকে ঘটনায় জড়িত কাভার্ডভ্যান চালক মো. মিজানুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আত্মসাৎকৃত পণ্যের মধ্য থেকে ৪ হাজার ৩০০ পিস ডেনিম জিন্স প্যান্ট পণ্য উদ্ধার করা হয়। এক কাভার্ডভ্যান থেকে অন্য একটি কাভার্ডভ্যানে আত্মসাৎকৃত পণ্য হস্তান্তরের সময় চারজনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বলেন, উক্ত কাভার্ডভ্যান দুটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত রপ্তানিযোগ্য পণ্যের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।