বাস- পিকআপ-সিএনজির ত্রিমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাইপাস শিকারিকান্দায় । আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। কোতুয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শাহ কামাল আকন্দ জানান, ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগতির একটি বাস রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস সংলগ্ন শিকারিকান্দা এলাকায় অভারটেক করার সময় একটি পিকআপভ্যান ও সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় যাত্রীবাহী পিকআপভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায় এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রোড ডিভাইডারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়।
খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আরোএকজন মারা যান। দূর্ঘটনার কারনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।