আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই জানিয়ে , সংলাপের পার্ট শেষ। গতকাল দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে কাদের বলেন, সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না। তারা সন্ত্রাসী দল, এবার আরও প্রমাণ করেছে। তারা আগুন সন্ত্রাসী দল, এই দলের সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপের পাট শেষ। একসময় বলেছিলাম কন্ডিশন তুলে নাও, আমরা ভেবে দেখব। এখন তারা যা করেছে, সংলাপের কোনো পরিবেশ নেই। খবর বিডিনিউজের।

২৮ অক্টোবর নয়া পল্টনের অদূরে কাকরাইল ও বিজয়নগরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর দলটি সমাবেশ চালিয়ে না গিয়ে যে হরতালের ডাক দিয়েছে, তাতে তারা ফাঁদে পড়েছে বলেও মনে করেন কাদের। তিনি বলেন, নিজেদের আন্দোলন নিজেরাই ভণ্ডুল করেছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।

সেই সংঘর্ষের দিন সরকারি সম্পত্তিতে হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, যে বড় নেতারা আটক হয়েছে, তারা একজনও কি দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের উপর আক্রমণ, পুলিশের ওপরে হামলা, বাস পুড়িয়ে হেলপার মারা, হাসপাতালে গিয়ে হামলা চালানো, এইসব দায় মির্জা ফখরুলসহ কেউ কি এড়াতে পারে? যদি বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারে না। নেতাদের নির্দেশে এইসব অপকর্ম হয়েছে, সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত যথাযথ বলেছে, এটি একটি সন্ত্রাসী সংগঠন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031